Home » পিযুষ ‘পরিচ্ছন্ন সিলেটের কান্ডারী’, দাবি স্বেচ্ছাসেবক লীগের

পিযুষ ‘পরিচ্ছন্ন সিলেটের কান্ডারী’, দাবি স্বেচ্ছাসেবক লীগের

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে-কে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাঁর মুক্ত দাবি করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

গত মঙ্গলবার দুপুরে নগরীর কুয়ারপাড়রস্থ বাসা থেকে পিযুষকে গ্রেপ্তার করে পুলিশ। একটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা পিযুষকে ওইদিনই আদালতের মাধ্যমে কারনাগারে প্রেরণ করে পুলিশ।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্রবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

তবে শুক্রবার গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস বলেন, পিযুষ একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ, যিনি বিগত দিনে বিএনপি-জামায়াতের নাশকতামূলক সকল কার্যক্রম ঠেকাতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলকে সুসংগঠিত করতে প্রতিটি কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন পিযুষ কান্তি দে। দলের দুঃসময়ে সাহসী ভূমিকা পালনকারী পিযুষ কান্তি দে কে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে, যা খুবই নিন্দনীয়। তাই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবী জানাচ্ছি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *