মিয়ানমারে তৈরি ৮০ হাজার পিস সিগারেটসহ হাফেজুর রহমান (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। তিনি উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে বসবাস করেন। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে উখিয়া থেকে তাদের আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ বার্মিজ সিগারেট বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস সিগারেট উদ্ধার করে। এ সময় ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। উদ্ধার সিগারেটের দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক