Home » মৌলভীবাজারে শ্যামরকোণা মন্দিরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

মৌলভীবাজারে শ্যামরকোণা মন্দিরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ  মৌলভীবাজারে শ্যামরকোণা ভৈরবতলী মন্দিরে পৃর্ব বিরুদের জের ধরে প্রতিপক্ষের হামলায় শশী কপালী (৬০), নির্মল কপালী (৩৮) ও দেবাশীষ কপালী আহত হয়েছেন গত ২৭ ডিসেম্বর সকালে। গুরুতর আহত শশী কপালী মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। জানা গেছে- সকাল সাড়ে ১০টার দিকে শশী কপালী ভৈরবতলী মন্দিরে কাজ করতে গেলে বাঁধা প্রদান করেন একই বাড়ীর বাসিন্দা পরিমল কপালী, সুনিল কপালী, অভিনয় কপালী, নিতাই কপালী ও অনিল কপালী। এ সময় উভয় পক্ষে তর্ক-বির্তক শুরু হলে উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সংবাদ পরিবেশন পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *