মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারে কবি মহলের সাধারণ সম্পাদক কাতার থেকে আগত কবি হিমাংশু বর্ধন হিমু ও ভারত থেকে আগত কবি মহলের উপদেষ্টা আলমগীর হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে ভৈরবগঞ্জ বাজার হামজা কফি হাউজে গত ৪ জানুয়ারী বিকালে।
বাংলাদেশ কবি মহলে প্রতিষ্ঠাতা সভাপতির সভাপতিত্বে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কবি মহলের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ কবি মহলের উপদেষ্টা সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খাঁন ও পরিদর্শক তবারক আলী প্রমুখ। বক্তারা বাংলাদেশ কবি মহলের সার্বিক দিক আলোচনা সহ বার্ষিক কবি মহা সম্মেলকে সফল করার জন্য এলাকার লোকজন সহ কবি মহলের নেত্রী বৃন্ধের প্রতি আহবান জানান।ভারত ফেরৎ উপদেষ্টা ভারতের প্রধান উপদেষ্টা কবি সঞ্চিতা বাগচী ও বিশিষ্ট লেখক দীপঙ্কর বাগচীর প্রশংসা করে কলিকাতার গুণিজনদের দেওয়া দুইটি বই সভাপতি মহোদয়ের নিকট আনুষ্ঠানিক ভাবে তুলে দেন। এতে কবিমহলের সাথে ভারতের সম্পর্ক গভীর হলো বলে ও বক্তারা গুণিজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
নির্বাহী সম্পাদক