বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে সৈয়দ আশরাফুল ইসলামের সাহসী অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন সৎ, ত্যাগী ও দূরদর্শী রাজনীতিবিদ হারালো। তার এই শূন্যতা অপূরণীয়।’
তিনি আরো উল্লেখ করেন, সৈয়দ আশরাফ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। দেশে ও প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করতে তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন। দলের প্রত্যেক নেতাকর্মী তার অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
তিনি সৈয়দ আশরাফের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
নির্বাহী সম্পাদক