Home » রাঙ্গাবালীতে বাজার কমিটি গঠনে দুর্নীতির অভিযোগ

রাঙ্গাবালীতে বাজার কমিটি গঠনে দুর্নীতির অভিযোগ

রাঙ্গাবালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে ৪ নং সুইজ বাজার কমিটি গঠনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া দুর্নীতি করেছেন এমন অভিযোগ করে দোকান-পাট বন্ধ রাখছে ব্যবসায়ীরা।

এতে বিপত্তিতে পরেছে ভোক্তারা।
নিত্য প্রয়োজনীয় জিনিজ কিনতে এসে নিরাশ হয়ে ফিরছে সাধারন মানুষ।

তারা(ব্যবসায়ী) অভিযোগ করে বলেন,কোন একটা বাজারে বাজার কমিটি হচ্ছে ব্যবসায়ীদের চালিকা শক্তি, সকল ব্যবসায়ীদের ভাল-মন্দ, বিপদে-আপদে সার্বিক সহযোগীতা ও সবার সমান সুযোগ সৃষ্টি করাই হচ্ছে এ কমিটি কাজ।
এজন্য দরকার সকলের মতামতের ভিত্তিতে, সৎ,যোগ্য নেতা নির্বিচন করা।

কিন্তুু, কারো মতামতের তোয়াক্কা না করেই চেয়ারম্যান সাহেব তার নিজের মতো করে, নিজের লোকজন দিয়ে কমিটি গঠন করে।
কমিটি গঠনে সচ্চ, গ্রহণযোগ্য, সকলের অংশ গ্রহন নিয়েই নির্বাচন করার কথা থাকলেও এখানে তা হয় নাই।

বাজার ব্যবসায়ী মোঃমনির প্যাদা বলেন, আমাদের নব নির্বাচিত এম পি মহাদয় বাজারের কমিটি গঠনের নির্দেশ দিলে ৩ তারিখ সকালে চরমোন্তাজ আওয়ামীলীগ দলীয় অফিসে কমিটি নিয়ে আলোচনা হয়, সকলের মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে কমিটি হবে বলে সিদ্ধান্ত হয়।
কিন্তু চেয়ারম্যান কারো কথার তোয়াক্কা না করে নিজের মতো করে পকেট কমিটি করে আমরা এ কমিটি মানিনা।

উক্ত বাজারের সার ও ঔষধ ব্যবসায়ী কাওছার গাজী বলেন, সারাদিন ভোটার তালিকা করে।
ভোটের সময় চেয়ারম্যান বলেন কেউ আমার সিদ্ধান্ত, না মানো তাহলে তাকে এখান থেকে বের করে দেয়া হবে বলে হুশিয়ারী দেন,
তাই আমরা বাজারের চারের তিন অংশ ব্যবসাই বের হয়ে আসি।
যেখানে ভোটার দুই শতাধিক কিন্তুু লোক দেখানো নির্বিচনে অংশ গ্রহন করে ৭০ জন।
আমরা এ লোক দেখানো নির্বাচনে বর্জন করছি। অভিলম্বে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠনেরর দাবী জানাই।

বাজারের ঘর মালিক মোঃজুয়েল মাতব্বর বলেন, ব্যবসায়ী ও ঘর মালিক এ কমিটি মানেনা তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাজার কমিটি করার দাবিতে মানববন্ধন করব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *