Home » চিরনিদ্রায় ইন্টারনেট অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস

চিরনিদ্রায় ইন্টারনেট অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস

২৬ ডিসেম্বর হার্ট অ্যাটাকের কারণে চিরবিদায় নিয়েছেন ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস। তার বয়স হয়েছিল ৮১ বছর। বিবিসির খবরে বলা হয়, ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (আরপা)-এর একটি অংশের দায়িত্বে ছিলেন রবার্টস। আরপানেট নামের একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজে লাগানো হয় তাকে।

এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার পরীক্ষার জন্য প্রকৌশলীও নিয়োগ দিয়েছেন রবার্টস। এখন যে ইন্টারনেট বিশ্বের মানুষ ব্যবহার করছে, তার মূলে রয়েছে রবার্টসের ওই আরপানেট। টেক বিশ্বে ল্যারি রবার্টস নামেই তিনি বেশি পরিচিত।  ইন্টারনেটের চার জনকের মধ্যে একজন ধরা হয় রবার্টসকে। বাকি তিনজন হলেন বব কান, ভিন্ট সার্ফ এবং লেন ক্লেইনরক। দুই রসায়নবিদের ছেলে ড. রবার্টস। ভবিষ্যতের দিকে তাকিয়ে ইলেকট্রনিকস নিয়ে পড়াশোনায় আগ্রহী হন তিনি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *