Home » অস্ট্রেলিয়া সফরে ঈশানা, কারণ কী!

অস্ট্রেলিয়া সফরে ঈশানা, কারণ কী!

চলছে বিজয়ের মাস। সঙ্গে বইছে নির্বাচনী হাওয়া, আসছে বড়দিন, নতুন ইংরেজি বছর আর ভালোবাসা দিবসের মতো নানা উপলক্ষ। নাটকপাড়ায় এখন চলছে সেই উৎসবের ব্যস্ততা। অথচ চলমান এই শোরগোলের মধ্যে পাওয়া যাচ্ছে না অন্যতম টিভি অভিনেত্রী ঈশানাকে! জানা গেল, ঢাকা তো নয়-ই, তিনি এখন আছেন অনেক দূরে, অস্ট্রেলিয়ায়। গত ৮ ডিসেম্বর গিয়েছেন দেশটিতে। আছেন সিডনিতে। থাকবেন আরও কয়েকটা দিন।
তবে কি কোনও শুটিং করছেন চুপিচুপি? সিনেমা নয় তো!
সেখান থেকে ঈশানা বললেন, ‘না, ওসব কিছুই না। এমনিতেই ঘোরাঘুরি করার জন্য এলাম। আরও কিছুদিন থাকবো ভাবছি। একেবারে সামনের মাসে (জানুয়ারিতে) দেশে ফেরার ইচ্ছা।’
শুধু ঘোরাঘুরি নয়, মূলত নিজের জন্মদিনকে ঘিরে ঢাকা ছাড়েন ঈশানা। ১৬ ডিসেম্বর ছিল তার জন্মদিন। ফলে চলতি মাসের প্রথম সপ্তাহেই অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেন তিনি।
এদিকে এবারের জন্মদিনটি (১৬ ডিসেম্বর) তার সিডনিতে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে কেটেছে। ঘরোয়া আকারে আয়োজন করা হয়েছিল জন্মদিনের অনুষ্ঠান।
এদিকে সম্প্রতি বেশ কিছু কাজ শেষ করে গেছেন। এরমধ্যে সতীর্থ রহমানেরই ৪টি নাটকের কাজ করেছেন। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে এগুলোর কাজ হয়।
নাটক চারটির নাম হলো- ‘সহযাত্রী’, ‘ফুলস্টপ’ ,‘ফারহানা ওয়ান টু থ্রি’ এবং ‘একটি অন্য নাটকের গল্প’।
‘লম্বা অবকাশ শেষে জানুয়ারিতে দেশে ফিরে আবার ব্যস্ত হবেন শুটিংয়ে’- জানান ঈশানা খান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *