সিলেট :: স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মতিথি উদ্যাপন উপলক্ষে বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের উদ্যোগে এক প্রস্তুতি সভা আগামী শুক্রবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ মোহনা’র তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।
সভায় পর্ষদের সকল সদস্যবৃন্দ ও বিবেকানন্দ অনুরাগীদের যথাসময় উপস্থিতি কামনা করেছেন বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভুষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভুষণ তালুকদার।