সিলেটের ঐতিহ্যবাহী নয়াসড়ক মোড় নতুন রূপ পেয়েছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর পূর্বের দেয়া কথা রেখেছেন সিটি মেয়র অারিফুল হক চৌধুরী। মোড়ে এখন শোভা পাচ্ছে নবনির্মিত চত্বর। যেটিতে নান্দনিক সাজের সাজে জুড়ে দেয়া হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিটি অারবি বর্ণমালায় অাল্লাহ্ খচিত হয়েছে। গোলাকার অাকৃতির চত্বরটিতে জুড়ে দেয়া হয়েছে অালোকসজ্জাও। খুব শিগগিরই গোলচত্বরটি অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে নগরভবন কর্তৃপক্ষ। এর অাগে সিটি কর্পোরেশনের গত মেয়াদে দায়িত্ব পালনকালে সিটি মেয়র অারিফুল হক চৌধুরী চত্বরটিকে নতুনরূপ দেয়ার কথা জানিয়েছিলেন। মেয়র আরিফুল হক চত্বরটিকে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানীর নামে ‘মাদানী চত্বর’ নামকরণে কথাও উল্লেখ করেন তখন। এরই ধারাবাহিতায় চত্বরটিকে নতুনরূপ দেয়া হলো।
বার্তা বিভাগ প্রধান