Home » বিশ্বব্যাংক সাড়ে ৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বাংলাদেশকে

বিশ্বব্যাংক সাড়ে ৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বাংলাদেশকে

বিশ্বব্যাংক বাংলাদেশকে ‘কর্মসংস্থান কর্মসূচিভিত্তিক নীতি-কৌশল ঋণ সহায়তা’ হিসেবে আগামী তিন বছর মেয়াদে সাড়ে ৭ বিলিয়ন (৭শ’৫০মিলিয়ন) মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে।

এই ঋণ সহায়তার আওতায় প্রখম বছরের (২০১৯) অংশ হিসেবে দেয়া হচ্ছে আড়াই বিলিয়ন (২শ’৫০মিলিয়ন) মার্কিন ডলার। গত ১২ ডিসেম্বর বিশ্বব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলারের ঋণ সহায়তার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়েছে, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ঋণের মধ্যে এটি সর্ববৃহৎ একক ঋণ। বাংলাদেশ সরকার বাজেট সহায়তা হিসাবে প্রাপ্ত এ অর্থ যেকোনো উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যয় করতে পারবে।

শিল্প খাতে কর্মসংস্থানের গতি ত্বরান্বিত ও বহুমুখী করার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য পরিবেশের আধুনিকায়ন, শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা জোরদারকরণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকহারে কর্মে প্রবেশের উপযোগী নীতি-কর্মসূচি প্রণয়নে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তা দিতে সম্মত হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *