Home » টেকনাফে জেলা পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

টেকনাফে জেলা পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

আবুল আলী,

 টেকনাফ: টেকনাফ মডেল থানায় জেলা পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৮ এর খেলা সম্পূন্ন হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে মাথিন কূপ চত্বরে এ খেলা উদ্ভোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মহেষখালী, রামু, উখিয়া, টেকনাফ থানা ও জেলা পুলিশ হেড কোয়াটারসহ ৮টি দল খেলায় অংশ গ্রহন করেন, খেলা চলে নটআউট পর্বে। এতে জেলা পুলিশ হেড কোয়াটার চ্যাম্পিয়ন ও টেকনাফ মডেল থানা রানার্সআপ নির্বাচিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন চ্যাম্পিয়ন, রানাসআপ ও উপস্থিতি অতিথিদের সম্মাননা পুরুস্কার তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন-টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আদিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বড়–য়া, উখিয়ার থানার ওসি আবুল খায়ের, রামু থানার ওসি আবুল মনসুর, মহেষখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর ও টেকনাফ (ডিএসবি)র পরির্দশক মিজানুর রহমান প্রমুখ।
খেলা শেষে রাতে প্রীতি ভোজের আয়োজন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টানের মাধ্যমে শেষ হয়।
সরেজমিনে দেখা যায়, মাথিনের কূপে দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষন বাড়ানোর জন্য সেখানে কাঁচা ফুলের বাগান ও কাঠের নৌকায় ভিবিন্ন রকমের লাইট ও শামিয়ানা দিয়ে সাজোঁনো হয়েছে।
এসময় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ওসি প্রদীপ কুমার দাস যোগদান করার পর টেকনাফের চেহারা পালতে গেছে। মাদক ও সন্ত্রাস বিরুধী অভিযানের পাশাপাশি ফুলের বাগান দিয়ে মাথিনের কূপকে পর্যটকদের আর্কষন বাড়িয়েছে। সেখানে পর্যটকরা এসে ধীরাজের প্রেমের কাহিনী পড়ে ছবি তোলতে ব্যস্ত পর্যটকরা। এই সুন্দর্যের মধ্যে জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্ণামেন্টের এ আয়োজন স্বরনীয় হয়ে থাকবে ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *