Home » বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ই ডিসেম্বর আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরুর দিনকে সামনে রেখে বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে বৃটেন। ৪ ডিসেম্বর বৃটিশ ফরেন অফিসের জারি করা এক সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে।”

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশে আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল মতে, ১০ই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হবে। ওই সময়ে রাজনৈতিক সভা-সমাবেশ থেকে যে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ারসমূহ আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারী বৃটিশ নাগরিকদের রাজনৈতিক সভা-সমাবেশ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *