Home » গলায় মাছের কাঁটা বিঁধলে সিলেটের শিব্বিরকে ফোন করলেই সমাধান

গলায় মাছের কাঁটা বিঁধলে সিলেটের শিব্বিরকে ফোন করলেই সমাধান

আমরা মাছে ভাতে বাঙ্গালী। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া আমাদের দৈনন্দিন ঘটনা। আপনার বা আপনার স্বজনদের করো গলায় মাছের কাঁটা(গছা) বা অন্য কিছু লেগে গেছে? দুশ্চিন্তার কারণ নেই, আল্লাহর রহমতে সমাধান পেয়ে যাবেন। এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন +৮৮০১৭১৬ ৮৭১৯৪২নাম্বারে। মো. শিব্বির আহমেদ (সিলেটি শিব্বির) ওসমানীনগর থানার ব্রাক্ষণ শাষণ গ্রামের তেরো মাইলের বাসিন্দা। মোবাইলে ফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে গলায় আটকে যাওয়া কাঁটার সমাধান দিয়ে থাকেন। ঘটনাটি আশ্চর্যজনক হলে সত্য। দীর্ঘ ১৫ বছর থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিরলসভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। দেশ-বিদেশে সবার কাছে তার মোবাইল নাম্বার ছড়িয়ে পড়েছে । এ ব্যাপারে তার কাছ থেকে সুবিধা পাওয়া কয়েকজন মানুষের সাথে আলাপ করে জানা যায়, ফোনে আলাপ করার পর অনেকটা অলৌকিক ভাবে গলাত কাঁটা সেরে যায়!! এ ব্যাপারে শিব্বির আহমদ প্রতিবেদক কে তিনি জানান- ২০০২ এর ১৪ ফেব্রুয়ারি থেকে মানুষের সেবা করে আসছি। এটি আল্লাহর রহমত, আমি উছিলা মাত্র। এখন প্রতিদিন ৫০ থেকে ১০০ জন রোগির সেবা করে থাকি। কোনো টাকা পয়সা গ্রহণ করি না, কেউ দিলেও নেই না। আপনার কাজ হয়ে গেলে ফোন করে আমাকে কৃতার্থ করবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *