অনুমোদন পেল মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার আহ্বায়ক কমিটি।গত ১৯শে নভেম্বর মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমদিত হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃনজরুল ইসলাম বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃআব্দুল জব্বার মৃধার সাক্ষরকৃত একটি পত্রের মোঃ জিল্লুর রহমানকে আহ্বায়ক ও সুমন রঞ্জন দাসকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুমন রঞ্জন দাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই।
নির্বাহী সম্পাদক