Home » চুয়াডাঙ্গায় শালিকে ধর্ষণ মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গায় শালিকে ধর্ষণ মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার সীমান্তবর্তী এলাকা  জয়নগর গ্রামে ছাত্রী শিশু শ্যালিকাকে ধর্ষণ শেষে হত্যা মামলায় দুলাভাই ইমান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন  আদালত। চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন।

মামলার অপর আসামি আব্দুল মজিদ মানুষিক প্রতিবন্ধী হওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানাযায়,দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগরের লিয়াকত আলীর মেয়ে স্কুল  ছাত্রী শিশু ফারাজানা আক্তার কুটি গত ২০১৪ সালের ৯ সেপ্টম্বর রাতে নিখোঁজ হয়।

এঘটনার দুইদিন পর (১১ সপ্টম্বর ২০১৪) নিখাঁজ স্কুল ছাত্রী কুটির দুলাভাই ইমান আলী ও প্রতিবেশী বিল্লাল হাসানের ছেলে আব্দুল মজিদকে পুলিশ সন্দেহ ভাজন হিসাবে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা কুটির ধর্ষণ ও হত্যা করার কথা স্বীকার করে। তাদের স্বীকারাক্তি অনুযায়ী পুলিশ নিহত কুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত কুটির পিতা বাদী ধর্ষণ শেষে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে গতকাল বৃহস্পতিবার  এ রায় দেন বিচারক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *