Home » রংপুরে জামায়াতের সাংগঠনিক আমিরসহ গ্রেফতার ৮

রংপুরে জামায়াতের সাংগঠনিক আমিরসহ গ্রেফতার ৮

নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় জামায়াতে ইসলামি বাংলাদেশের রংপুর সাতগারা সাংগঠনিক থানা আমির ওয়াজেদ আলী শাহ্সহ (৬১) ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩’র (সিপিএসসি) একটি দল।
শুক্রবার সকালে মহানগরীর ১৩নং ওয়ার্ডের দামুদরপুর গ্রামস্থ লাবুর মিল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওয়াজেদ আলী ওই এলাকার মৃত শামসুল কাদেরের ছেলে। শুক্রবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক আহসান হাবীব এ তথ্য জানান।
আহসান হাবীব জানান, র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রংপুর মহানগরীর সাতগারা সাংগঠনিক থানা আমীর ওয়াজেদ আলী শাহ্রে বাড়িতে গোপন বৈঠক চলাকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়াজেদসহ মধ্য পীরজাবাদ (রহমতপাড়া) এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদুল হক (৩৬), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুল ইসলাম (৬০), মৃত আজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫২) এবং দামদুরপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোজাম্মেল হক (৬০), মৃত আব্দুর রউফের ছেলে রেদওয়ানুল হক (৩৮), মৃত মজিবর রহমানের ছেলে মেরাজুল ইসলাম (৩০) ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল করিমকে (৬০) গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত কাছ থেকে ৭টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামায়াত কর্মীরা জানায়, তারা প্রায় ৭/৮ বৎসর যাবৎ গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছিল। দলে তরুণদের উদ্বুদ্ধকরণ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ ইত্যাদি কর্মকান্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *