Home » নিখোঁজ বিজ্ঞপ্তি

নিখোঁজ বিজ্ঞপ্তি

নিখোঁজ সংবাদ : হাফেজ আরমান আহমদ,পিতাঃ আব্দুল খালেক গত ১৯ মার্চ ২০১৮ ইং তারিখ মৌলভীবাজার জেলার রাজনগর থানার হামিদ পুর গ্রামের লজিং বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। এবং কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গায়ের রং ফরসা পরনে ছিল পায়জামা পাঞ্জাবী। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিছে ঠিকানায় পৌছে দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ঠিকানাঃ
বর্তমান ঠিকানাঃ হামিদ পুর মোকাম বাড়ি জামে মসজিদ, মোকাম বাজার,রাজনগর,মৌলভী বাজার,সিলেট।
স্থায়ী ঠিকানাঃ শিমুলিয়া,বালিয়া বাজার,ফুলপুর,ময়মনসিংহ।
মোবাইলঃ০১৯১৬-৩৪৫২০৫(বাবা),০১৭১৪-৭২৫১৯৮(ভাই)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *