২য় পীরমহলা প্রভাতী সংঘ মিনি নাইট ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর শুক্রবার রাতে এ মিনি ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
পরীমহলা প্রভাতী পায়েত কমিটির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এস এম শায়েস্তা তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, পীরমহলা প্রভাতী পায়েত কমিটির আহবায়ক হাজী আবুল বশর হোসাইন, কাউন্সিলর লায়েক আহমদ।
বক্তব্য রাখেন পীরমহলা প্রভাতী সংঘে আহবায়ক ছালিকুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষা, বিশিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ বদরুন নূর মোহন, সৈয়দ আবুছাদেক আলমগীর প্রমুখ।
উদ্বোধনী খেলা পরিচালনায় ছিলেন মাহবুব আহমদ, মনির আহমদ, আবুতাহের শ্যামল।
নির্বাহী সম্পাদক