Home » মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রনজিত সরকার

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রনজিত সরকার

সিলেট :: সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট রনজিত সরকার শুক্রবার (৯ নভেম্বর) সকালে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি সুনামগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এ সময় দলীয় নেতা কর্মী ছাড়াও সুনামগঞ্জ ১ আসনের বিপুল সংখ্যা সাধারণ মানুষ উপস্তিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ।

রাজধানীর ধানমন্ডি ৩/এতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় শুক্রবার সকাল ১০টায় এই ফরম বিতরণ শুরু হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ২২ নভেম্বর পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।  এবছর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *