কাতারের খারারা এলাকায় সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজারে রাজনগর উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. জসিম উদ্দিন (৩০)। তিনি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের মো. সুন্দর মিয়ার বড় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গালী গ্রামের সুন্দর মিয়ার ছেলে মো. জসিম মিয়া কাতারে গাড়ি চালাতেন। তিনি ও তার ছোট ভাই আব্দুর রকিবসহ কয়েকজন মিলে কাতারের খারারা এলাকায় নিজেদের উদ্যোগে মসজিদ নির্মাাণ করছিলেন। মসজিদ নির্মানের জন্য আশেপাশের বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে ইট এনে ইতোমধ্যে তিন দিকের দেয়াল সম্পন্ন করেন। কাতার সময় রবিবার সকাল ১১ টার দিকে তিনি খাবার পানি ও মসজিদের জন্য ইট আনতে গিয়ে ফিরে আসার সময় তার চালিত পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় তিনি লাফ দিয়ে গাড়ি থেকে বের হলেও মাথায় মারাত্মক আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে জসিমের মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের শোকে তার মা-বাবার বিলাপে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। গত বছরের নভেম্বর মাসে বিয়ে করেছেন জসিম। ৪৫ দিন আগে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।
নিহতের ছোট ভাই কাতার প্রবাসী আব্দুর রকিব (২৭) মুঠোফোনে জানান, তিনি আমার বড় ভাই হলেও আমরা বন্ধুর মতোই বড় হয়েছি। গাড়ি উল্টে যাওয়ার পূর্ব মুহুর্তে আমার ভাই লাফ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় রাস্তায় পড়ে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মৃতদেহ দেশে নেয়ার প্রস্তুতি নিচ্ছি।
নির্বাহী সম্পাদক