Home » ঝালকাঠিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ ঘর ভস্মীভূত

ঝালকাঠিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ ঘর ভস্মীভূত

ঝালকাঠিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।”

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ২০ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”

সদর থানার এসআই দেলোয়ার জানান, আনুমনিক রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।’

জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মুড়ি, চিড়া, ডাল, তেল, গুড়, বিস্কুটসহ শুকনা খাবার প্রদান করা হয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *