রমনাপার্কে পথশিশুদের নিয়ে একজন মেয়ের
সপ্নের প্রতিষ্টান – প্রত্যয় স্কুল।
এইটি হল রমনাপার্ক ও শিশুপার্ক এর গেট বরাবর চাওনিটায় নিছে অবস্থান ।
প্রতিষ্ঠান এর নাম হল প্রত্যয় স্কুলটি ,এইটি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন এবং তাদের উদ্দেশ্য হল পথশিশু যেন পড়ালেখা সর্ম্পকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে এবং তারা যেন বুঝতে পারে যে আমাদের পড়াশুনা করা দরকার ও কী ভাবে সমাজ এর মানুষ এর সাথে চলতে হয় এবং বিভিন্ন ধরণের নেশা থেকে কীভবে এই পরিবেশ কে সুন্দর ও নেশা মুক্তি রাখা যাই তা সর্ম্পকে জানানো ,
এই প্রতিষ্টান এর প্রতিষ্ঠিতা হলেন একজন মেয়ে,
তাহার ইচ্ছা এই পথশিশুদের শিক্ষার আলো তুলে দেওয়াই একমাএ উদ্দেশ্য।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে সেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাচ্ছেন।
সেই মেয়ে টি ভাবলেন যে রমনাপার্কে পথশিশুদের নিয়ে যদি একটা স্কুল দেয় তাহলে অনেক ভাল হবে।
এই পার্কের ফুল ও পানি বিক্রি করা বাচ্চা গুলোকে যদি একটু শিক্ষা দেয় তাহলে হয়তো তারা এই সমাজ টা সচেতন রাখতে পারবে,
এই পথশিশুদের নিয়ে প্রতি শুক্রবার সকাল দশটায় ক্লাস শুরু হয় ,তাদের নৈতিক শিক্ষাদান পাশাপাশি বিভিন্ন ধরনে বিনোদন ও তাদের গান শুনানো এবং গল্প বলা ও ক্লাস শেষে বাচ্চাদের নস্তায় করানো হয় ।
তিনি পড়া লেখা পাশাপাশি তাদেরকে শীতে সময় আসলে শীতের কাপড় ও ঈদ যখন আসে তখন ঈদ এর নতুন কাপড় ও তাদের পরিবারের হাতে কিছু খাবারও তুলে দেওয়া হয়।
তিনি চান এই পথশিশুরা যাতে করে পড়াশুনা পাশাপাশি এই সব কিছু পেয়ে ভালভাবে চলে এবং ওদের মুখেও হাসি টা যেন থাকে।
তাই তিনি সবার কাছে দোয়া চান এবং এই প্রতিষ্টান জন্য সহযোগিতা হাত বাড়াবেন ,যাতে করে এই অসহায় পথশিশুদের ও সমাজ এর মানুষের সেবা করে যেতে পারি ।
আমি হাতে মধ্য তুলেছি আলোর প্রদীপ ,দিয়ে যাব দিয়ে যাব এই পথ শিশুদের মুখে শিক্ষার আলো নিশান ,
নাম:তাহমিনা আক্তার পাখি(রাখী)
স্থান : রমনাপার্ক ও শিশুপার্ক এর গেট বরাবর চাওনিটায় নিছে অবস্থান ।(ঢাকা)