ঢাকার ধামরাইয়ে উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। পৌর সভার ৪৩টি মন্ডপসহ উপজেলা জুড়ে ১৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কোন অসুবিধা নেই। সুন্দর পরিবেশ-পরিস্থিতি বিরাজ করছে বলে জানালেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ওসি দীপক চন্দ্র সাহা জানালেন, প্রয়োজনীয় সবধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগামী শুক্রবার দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।”
ওদিকে সোমবার স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে পুজা উদযাপনের জন্য মন্ডপগুলোর কর্তৃপক্ষের কাছে সরকারী অনুদান (প্রতি মন্ডপের জন্য পাঁচশত কেজি করে চাল) প্রদান করেন।”
এসময় এসি (ল্যান্ড) নাহিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, কুল্লার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম, ভিপি হাবিব, শান্ত, উজ্জলসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।”