রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আইনজীবীদেরকে বিচারপ্রার্থীদের কাছ থেকে ওকালতনামার বাড়তি টাকা না নেওয়ার আহ্বান করেছেন। আইনজীবীদের শক্তি হিসাবে চিহ্নিত করে তিনি বলেছেন এই শক্তি অপপ্রয়োগ বন্ধ করতে। ”
আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
”
রাষ্ট্রপতি বলেন, কোন আইনজীবী বা তার ভাইয়ের বিরুদ্ধে কেউ মামলা করলে কোন আইনজীবী তার পক্ষে মামলা লড়েন না, এখানে এমন একটি অলিখিত বিধান চালু রয়েছে। যেটা আইনের শাসনের পরিপন্থী।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী উপস্থিত ছিলেন। এসময় আইনমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বারের নতুন ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। ভবনটি রাষ্ট্রপতি আবদুল হামিদের নামে নামকরণ করা হবে বলে জানা গেছে।”
মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।”