রোটারি ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর গভর্ণর দিলনাশিন মোহসেন বলেছেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট বরাবরের মত এবারও মানবতা তথা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় আজ ৪জন মহিলাকে সেলাই মেশিন প্রদান সত্যিই প্রশংসার যোগ্য। রোটারী ক্লাব মেট্রোপলিটন সিলেট তাদের কার্যক্রমের মাধ্যমে এই ডিষ্ট্রিক্ট মডেল ক্লাব হিসেবে পরিচিত লাভ করেছে। মানব সেবায় অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।
তিনি ৩ অক্টোবর বুধবার রোটারী ক্লাব অব মেট্রোলিটন সিলেটের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি এম নূরুল হক সোহেল, এ্যাসাইন ডেপুটি গভর্ণর পিপি রোটারিয়ান কবির উদ্দিন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আজিজুর রহমান সহ ক্লাবের সদস্যবৃন্দ।
নির্বাহী সম্পাদক