Home » নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী নিয়ে সিলেট এলেন বিজিবি’র অধিনায়ক

নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী নিয়ে সিলেট এলেন বিজিবি’র অধিনায়ক

জীবন বাঁচাতে নিজেই অ্যাম্বুলেন্সে চালিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন বিজিবি’র ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন।’

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুলেন্স চালিয়ে এক রোগী নিয়ে যান মোমেন ।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু জানান, গত শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে যখন হাসপাতালে একজন মুমুর্ষ রোগী আসেন। তিনি সম্ভবত স্ট্রৃোক করেছেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে দ্রুত সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। এসময় বিজিবি’র ৪৬ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন।”

রোগীর অবস্থা দেখে বিজিবির অ্যাম্বুলেন্সে করে সিলেট পাঠানোর উদ্যোগ নেন কিন্তু চালক তখন বাইরে থাকায় নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী নিয়ে সিলেট রওয়ানা দেন।”

এ ব্যাপারে লে.কর্ণেল আব্দল্লাহ আল মোমেন বলেন বলেন, ডাক্তার যখন জানান রোগীর অবস্থা খুব খারাপ তখন বুঝতে পারছিলাম প্রতিটা মিনিট এই রোগীর জীবন বাঁচানোর জন্য খুব দামী তাই আমাদের চালক আসতে যে সময় লাগবে তা আমি নষ্ট করতে চাইনি। রোগী এখন সিলেট আছে। আগের থেকে ভালো আছে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *