Home » সিলেট-সুলতানপুর ও ফেঞ্চুগঞ্জ-পালবাড়ী সড়ক সংস্কার কাজ শীঘ্রই

সিলেট-সুলতানপুর ও ফেঞ্চুগঞ্জ-পালবাড়ী সড়ক সংস্কার কাজ শীঘ্রই

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন ৭৫ কোটি টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর সড়ক এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ী সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজের টেন্ডার বাছাই ২ অক্টোবর সম্পন্ন হবে। শীঘ্রই সড়ক কাজ শুরু হবে।

এছাড়া ১৩ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ মানিককোনা সড়ক সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা যুগান্তকারী উন্নয়ন সাধন করেছে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু ২টি সড়ক বার বার সংস্কার করার পরও দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক দুটি টেকসই উন্নয়ন ও সম্প্রসারন করার লক্ষ্যে সংস্কার কাজ শুরু করতে বিলম্বিত হয়েছে। সড়কটির উন্নয়ন শেষ হলে এলাকার জনগণ এর সুফল ভোগ করতে পারবেন।

সোমবার (১ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ৫৪ লাখ টাকা ব্যয়ে সদরখলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৪ লাখ টাকা ব্যয়ে মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সদরখলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিফতাউল ইসলামের সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগরের পরিচালনায় এবং মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ইমানুর রশীদ কামালের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা ছানাউল হক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদ মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, লন্ডন প্রবাসী শাহ আলম বেবী, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ফারুক আহমদ মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, সদরখলা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতা পাল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি জয়ন্ত গোস্বামী, ইউনিয়ন যুবলীগ নেতা সাহেদ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *