Home » জৈন্তাপুরে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জেরে সংর্ঘষ, পুলিশসহ আহত ২ শতাধিক

জৈন্তাপুরে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জেরে সংর্ঘষ, পুলিশসহ আহত ২ শতাধিক

জৈন্তাপুরে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে প্রায় ৫ ঘন্টা সিলেট-তামাবিল সড়কে যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে শর্ট গানের গুলি ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়। সর্বশেষ পাওয়া খবরে উভয় পক্ষের আপোষে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা আহবান করে শিক্ষার্থীরা। এসময় ১০ম শ্রেণির ছাত্র বালিপাড়া গ্রামের আরিফ এবং হাউদপাড়া গ্রামের ছাত্র জামালের বক্তব্যের জের ধরে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এনএসপি নিয়োগকৃত শিক্ষক ইয়াকুব আলী উস্কানীমূলক বক্তব্য দিলে ছাত্রদের মধ্যে সংর্ঘষের শুরু হয়। বিষয়টি বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয়। তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিয়ে দুটি অঞ্চলে বিভক্ত হয়ে একটি পক্ষ বালিপাড়া, হরিপুর,শিকার খা, তিনপাড়া অপর পক্ষ হাউদপাড়া, ভেলুপাড়া, মাঝপাড়া ও জুয়াইরটুক এলকাবাসী হরিপুর বাজারে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সহযোগিতায় ১৭ পরগনার সালিশ ব্যক্তিগন উভয় পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে উভয় পক্ষের সাথে পৃথক পৃথক বৈঠক শেষে এলাকায় শন্তি ফিরে আসে। প্রায় ৫ ঘন্টা পর সিলেট-তামাবিল মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়ে আসে ।

সমঝোতা বৈঠকের জন্য আগামী রবিবার বৈঠকের দিন নির্ধারন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিপুর বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রাখা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *