নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথে ১৩ মাস বয়সী এক শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে লিয়াকত আলী (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বুধবার তাকে আটক করেছে থানা পুলিশ।
লিয়াকত উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আছকন্দর আলীর ছেলে।
জানা গেছে, প্রায় ১৭ দিন আগে স্বামীর সঙ্গে অভিমান করে ওই শিশুর মা বাড়ি ছাড়েন। ভাড়াটে হিসেবে আশ্রয় নেন কাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন লিয়াকত আলীর কলোনীতে। গত সোমবার সন্ধ্যায় লিয়াকত তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তার ১৩ মাস বয়সী শিশুকন্যার গোপনাঙ্গ ও কোমরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেন লিয়াকত আলী।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
নির্বাহী সম্পাদক