র্যাবের অভিযানে ইয়াবাসহ কক্সবাজারের উখিয়া উপজেলার চোয়ানখালী এলাকায় ধরা পড়েছেন মো. মেরাজ উদ্দিন (৩০) নামে একজন এমবিবিএস চিকিৎসক ।
মেরাজ বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিসিডিডিআরবি) মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, র্যাব গোপন সূত্রে জানতে পারে উখিয়ার চোয়ানখালির রাসেল ষ্টোরের সামনে মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।”
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আইসিডিডিআরবির চিকিৎসক মেরাজ উদ্দিন ও আইসিডিডিআরবির কর্মচারী মো. মোক্তার হোসেনকে (৩৬) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৯ হাজার ৮০০টি ইয়াবা পাওয়া যায়।”
আটককৃত দ্বিতীয় ব্যক্তি, আইসিসিডিডিআরবির আরেক কর্মকর্তা মোক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার কড়াইপুর পাহাড়তলা গ্রামের মৃত ধন মিয়া প্রকাশ ফারুক মিয়ার ছেলে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ”
এই ঘটনায় আটক চিকিৎসক মেরাজ উদ্দিন ও কর্মচারী মোক্তার হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি। ;