Home » জেরুজালেমে বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল

জেরুজালেমে বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-কুদসে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। রোববার ফিলিস্তিন ভিত্তিক এক সংবাদ মাধ্যম জানায়, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ফিলিস্তিনের বেইত হানিনা এলাকার পাশে ওই আবাসিক প্রকল্প নির্মাণের কাজ শুরু হবে।”

এ বাড়িগুলো কেবল ইহুদিদের কাছে এবং অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করা হবে বলে বলে জানা গেছে। এরইমধ্যেই ৩শ’ ২৪টির মধ্যে ১শ’ ২৪টি আবাসিক প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।”

এর আগে গত বুধবার পশ্চিম তীরে নতুন কোরে ২ হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরাইলের জনপ্রশাসন উচ্চ পরিকল্পনা কাউন্সিল। ১৯৬৭ সাল থেকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের আল-কুদসে ২শ’ ৩০টির বেশি অবৈধ আবাসিক প্রকল্পে প্রায় ৬ লাখ ইসরাইলি বাস করে আসছে।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *