Home » ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০৩ রানের জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০৩ রানের জয়

ডেস্ক নিউজ:

জয়ের জন্য আজ শেষ দিনে মাত্র এক উইকেট দরকার ছিল ভারতের। ড্র করতে ইংল্যান্ডকে খেলতে হত সারা দিন। অলৌকিক কিছু ঘটেনি। প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে ইংল্যান্ড থামল ৩১৭ রানে। ভারতীয় বোলারদের মধ্যে জশপ্রীত বুমরাই সফলতম। তিনি নিলেন ৫ উইকেট।
চতুর্থ দিনের শুরুতে ব্রিটিশ ব্যাটিং লাইনআপের লেজ ছেঁটে ফেলতে ভারতীয় বোলাররা খরচ করেন মাত্র ১৭ বল৷ জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি টেনে দেন রবিচন্দ্রন অশ্বিন৷ জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩১৭ রানে। ভারত ২০৩ রানে নটিংহ্যাম টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে৷
ইংল্যান্ডে এর আগে মাত্র ছয় টেস্ট জিতেছিল ভারত। হেরেছিল ৩২ টেস্টে। ইংল্যান্ডের মাটিতে এটা ভারতের সপ্তম জয়। ১৯৭১ সালে লন্ডনের কেনিংটন ওভালে প্রথমবার ইংল্যান্ডে টেস্ট জিতেছিল ভারত। ওই টেস্ট জয়ের সুবাদেই এল অজিত ওয়াদেকরের নেতৃত্বে ঐতিহাসিক সিরিজ জয়। ইংল্যান্ডে দ্বিতীয় টেস্ট জয় ১৯৮৬ সালে লর্ডসে। সেই সিরিজেই হেডিংলিতে এল আবার জয়। সিরিজ জিতল কপিল দেবের ভারত। ২০০২ সালে লিডসে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ফের টেস্ট জয়। সিরিজ ড্র হয়েছিল। পরের টেস্ট জয় রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে, ২০০৭ সালে ট্রেন্টব্রিজে। সিরিজও জিতেছিল ভারত। চার বছর আগে, ২০১৪ সালে লর্ডসেও টেস্ট জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। কিন্তু সেই জয়ের রেশ ধরে রাখা যায়নি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *