Home » বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী চীন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী চীন: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে চীনকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আগামীতে দেশটি থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। দুপুরে চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন শেখ হাসিনা।”

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান- আগামীতে প্রধানমন্ত্রী চীনের বিনিয়োগ প্রত্যাশা করে বলেছেন- বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের জন্য স্থান বরাদ্দ রাখছে সরকার। এ সময়, ঢাকা- বেইজিং এর বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়ো। প্রধানমন্ত্রীর কার্যালয় ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *