ডেস্ক নিউজ:
নাচটা আমার ভালোলাগা। এটা আমার রক্তে মিশে গেছে। এবার খুবই ভালো লাগছে যে, প্রথমবারের মতোনাচের একক অনুষ্ঠানে অংশ নিচ্ছি।’কথাগুলো যিনি বলেছেন তাকে আমরা অভিনয়শিল্পী হিসেবেই চিনি, তিনি তারিন। তবে মাঝে মধ্যে নাচ নিয়েও হাজির হয়েছেন। এবার পুরো একটি নাচের অনুষ্ঠান করা হয়েছে তাকে নিয়ে। কোরবানি ঈদে নাটকের বাইরে নাচ দিয়েই বিশেষ চমক দিতে আসছেন এ জনপ্রিয় অভিনেত্রী। ঈদ আয়োজনের জন্যই এটি তৈরি করা হয়েছে।
জানা গেছে, এতে তারিন আধুনিক ও লোক গানে অংশ নিয়েছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহিরয়ার সোহাগ।
বৃহস্পতিবার এগুলোর দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহীদ শরীফ।
আসছে ঈদে অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে।
বার্তা বিভাগ প্রধান