বরিশাল জেলা ছাত্রদলের সংগ্রামী ছাত্র নেতা সোহেল রাঢ়ী’র মাতা রোকেয়া বেগম (৬৫) আজ সকাল ৭.৫০ মিনিটে শের-ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তিনি দীর্ঘ দিন ক্যান্সার সমস্যায় ভুগছেন। স্বামী মৃত: নাজেম আলী রাঢ়ী। মরহুমা ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল বেলা আছর বাদ মরহুমার পশ্চিম বগুরা কাজীপাড়া তেমাথায় জানাজা শেষে বাবুগঞ্জ উপজেলার সরিকল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি এড্যা. মো: মজিবর রহমান সরোয়ার, বরিশাল মহানগর যুবদল এর সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন সহ বরিশাল জেলা ও মহানগরের নেতারা গভির ভাবে শোক জানিয়েছেন।
ছাত্রনেতা সোহেলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন:মজিবর রহমান
