শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।”
আজ বুধবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের ভেরভেরি নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।”
বন বিভাগ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের ভেরভেরি নামক এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার এক হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি মাঠে কয়েকজন রাখাল পঁচা ও দুর্গন্ধযুক্ত একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে জানায়। পরে বন বিভাগের গজনী বিটের কর্মকর্তা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।”
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেষ্টার মো. হাবিবুল্লাহ বলেন, মৃত হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছর হবে। এটি মাদি হাতি। হাতিটি আনুমানিক এক সপ্তাহ আগে মারা যাওয়ায় পঁচে ও গলে দুর্গন্ধ বের হয়েছিল। সীমান্তঘেঁষা মাঠে হাতিটি মারা যাওয়ায় এর আগে কারো চোখে পড়েনি। তবে কি কারণে হাতিটি মারা গেছে তা ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।”