সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দাবি করেছেন, সরকার চাচ্ছে নানা নির্যাতন করে সিলেটে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে। কিন্তু সিলেটে কোনোভাবে ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল দিতে দেবে না বিএনপি।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুর রাজ্জাককে পুলিশ গ্রেপ্তার করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে ডাকা সংবাদ সম্মেলনে আরিফুল এ বক্তব্য দেন।
এ সময় আরিফুল হক দাবি করেন, নির্বাচন কমিশন একেবারে আস্থা হারিয়ে ফেলেছে। তারা আসলে সরকারের আজ্ঞাবহ হিসাবে নির্বাচন পরিচালনা করছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির ওপর একের পর এক অন্যায় করে যাচ্ছে।
এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করে দেন আরিফুল হক চৌধুরী।
আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত দিনভর সিলেট সিটি করপোরেশনের নির্বাচন ভোট গ্রহণ করা হবে।