Home » মিসির আলি নিয়ে সিরিজ করতে চান জয়া

মিসির আলি নিয়ে সিরিজ করতে চান জয়া

  ডেস্ক নিউজ: নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের অনবদ্য চরিত্র মিসির আলিকে নিয়ে সিরিজ করতে চান অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান। তবে তার আগে আরও কিছু বিষয়ের স্বীকৃতি চান তিনি। ভাষ্যটা এমন, ‘‘মিসির আলিকে নিয়ে আমাদের নতুন ছবি ‘দেবী’ মুক্তির পর অনেক কিছুই দেখতে হবে। ছবিটি দর্শক কতটুকু গ্রহণ করেছেন, আমরা কতটুকু আলাদা ভালো কাজ করতে পেরেছি, আপনাদের (দর্শক) দিক থেকে কেমন সাপোর্ট পাচ্ছি এবং অন্যান্য কিছু বিষয় আছে, এগুলো যদি ম্যানেজ করা যায়, তবে কেন নয়। মিসির আলি নিয়ে সিরিজ (সিক্যুয়াল) ছবি হতেই পারে।’’ সম্প্রতি হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান নিয়ে জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র ব্যানারে নির্মিত হয়েছে ‘দেবী’। আর এর প্রচারণায় বুয়েটে গিয়ে কথাগুলো বললেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে বুয়েটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের করা প্রশ্নে জয়া এ কথাগুলো বলেন। জয়ার কাছে জানতে চাওয়া হয়, দেবী’র পর মিসির আলিকে নিয়ে তাদের আর কোনও সিরিজ ছবি করার ইচ্ছে আছে কিনা! ছবির প্রচারণার সময় মজার ছলে ‘দেবী’র অভিনয়শিল্পীদেরও প্রশংসা করেন জয়া। বিশেষ করে চঞ্চলের বিষয়ে কথা বলতে এসে জয়া জানান, অভিনয় করতে করতে তিনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন। জয়া বললেন, ‘চঞ্চলকে রিয়েল লাইফে এত ভালো লাগে না; মিসির আলি করতে গিয়ে যতটা লেগেছে। রীতিমতো আমি প্রেমে পড়ে গিয়েছি। অন্যদিকে সাদামাটা চরিত্রে অসাধারণ করেছেন অনিমেষ। নীলু চরিত্রে অনবদ্য অভিনয় করছেন শবনম ফারিয়া। আর আমার চরিত্রে নাম তো সবাই জানেন, রানু।’ এই অনুষ্ঠানে ছবির পরিচালক অনম বিশ্বাসও বুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘একটি উপন্যাসকে চলচ্চিত্র হিসেবে তুলে ধরাটাই বিরাট চ্যালেঞ্জ।’  

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *