ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ‘বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইলাশপুর বটেরতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি। তবে বালাগঞ্জ ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফজলুল হক জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ১ মহিলা, ১ মেয়ে শিশু ও ২ পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।’ এছাড়া গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিকাল ৫টার দিকে আহতদের মধ্যে এক পুরুষের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৪-০২৮৬) এবং বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-২৪৩৩)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় প্রায় ২ ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের দুই দিক থেকে আসা কয়েকশত যানবাহন আটকা পরে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়।’
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বিমল ভৌমিক বলেন, আমরা আহত ও নিহতদের নাম পরিচয় জানার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।’