Home » দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান

দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের বিমানটি চাকা ফেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ২টা ৩৩ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়। তখন বিমান ওঠানামা বন্ধ ছিল। যাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকমকে জানান, থাই এয়ারওয়েজের উড়োজাহাজটি নামার পর রানওয়ে আটকে থাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার পর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারছিল না। বেলা আড়াইটার দিকে উড়োজাহাজটি সরিয়ে নিলে শাহজালালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান তিনি। শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত একজন এপিবিএন কর্মকর্তা জানান, ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটটির নামার কথা ছিল বেলা ১২টার দিকে। প্রায় আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে উড়োজাহাজটি নামার সময় রানওয়েতে পিছলে গিয়ে চাকা ফেটে যায়। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “বোয়িং ৭৭৭ এয়ারক্রাফটটি রানওয়ে থেকে পিছলে যাওয়ায় চাকা ঘাসের মধ্যে চলে গিয়েছিল। সিভিল এভিয়েশনের পরিদর্শন কর্মকর্তারা গিয়ে দেখেছেন, ডান পাশের সব চাকাই ফেটে গেছে।”  ওই ফ্লাইটে ঢাকায় আসা একজন যাত্রীকে উদ্ধৃত করে সময় টিভির খবরে বলা হয়, উড়োজাহাজটি যখন রানওয়েতে নামে তখন প্রচণ্ড ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে থাকেন। “অবস্থা ছিল খুবই খারাপ, তখনই মনে করলাম, পৃথিবীতে মনে হয় আর নাই। এমন একটা শব্দ,… যে কোনো সময় আগুন ধরে যেতে পারত। লাকিলি আমরা সেইফলি নেমে আসছি।” মোবাইল ফোনে ফেটে যাওয়া চাকার একটি ছবি দেখিয়ে ওই যাত্রী বলেন, তিনবারের চেষ্টায় পাইলট রানওয়েতে নামেন। সামনের চাকা রানওয়েতে নামলেও পেছনের চাকাটি ছিল মাটিতে। চাকা ‘ফেটে চৌচির’ হয়ে গেছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *