Home » চট্টগ্রামে তরুণীর পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামে তরুণীর পিঠে ছুরিকাঘাত

জে.জাহেদ,চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরটিলায় লিপি ব্যানার্জি (২৫) নামের এক তরুণীকে পেছন থেকে ছুরি মেরে পালিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ।

রবিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর বন্দরটিলা এলাকার হানিফ জমিদার বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

লিপি বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। প্রেম ঘটিত ব্যাপারে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ মনে করছেন।

লিপি ব্যানার্জি চট্টগ্রাম সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী। স্বামী সৈকত চক্রবর্তীর সঙ্গে ওই বিল্ডিংয়ের চারতলায় ভাড়া বাসায় থাকেন ।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ওই তরুণী তার চার বছরের বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন।

চার তলায় বাসায় ঢোকার সময় পেছন দিক দিয়ে ছুরি মেরে এক তরুণ দ্রুত চলে যায় বলে পাশের বাসার এক মেয়ে জানিয়েছে।

প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। তবে ওই তরুণকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি নুরুল হুদা ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ওই তরুণীর পিঠে ছুরিটি প্রায় অর্ধেক ঢুকেছে। চিকিৎসকরা অপারেশন করে ছুরিটি বের করেছে।

বর্তমানে তিনি ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি আছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *