কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মানুষের বহুল আলোচিত কাঙ্খিত শেখ হাসিনা ধরলা সেতুর গার্ডার এর রড কেটে নিয়ে গেছে চোরাকারবারীরা ।
শনিবার সন্ধায় সেতুর উপরে রশি বেধে নিচে নেমে রড কাটার সময় সেতু কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারলে চোরেরা নিচে নেমে নৌকা যোগে পালিয়ে যায়।
শেখ হাসিনা সেতুর এসিসটেন্ট অফিসার মেহেদি হাসান জানান, শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামের বাবুল মিয়ার ছেলে ডিপ (২০) আব্দুল হাকিম (২৫) ও একই গ্রামের কাশেম আলীর ছেলে আনন্দ হক (২৪), আলিফ উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২৬) এ ঘটনার সাথে জড়িত।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাও জানান, রড চুরির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে।
নির্বাহী সম্পাদক