শ্রাবণের অঝোর ধারার বৃষ্টির বদলে কাঠফাটা রোদে -অসহ্য গরমে নাজেহাল সারাদেশের মানুষ। তীব্র তাপদাহে বৃষ্টির জন্য দোয়া করছে দেশের উত্তরাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (১৯ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে এই তাপদাহ রেকর্ড করা হয়।’সিলেটের আবহাওয়া ছিল বিগত ২১ বছরে সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ডিগ্রী।’ রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ‘
আবহাওয়াবিদরা বলছেন, দু’একদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তাপদাহ রয়েছে। আশা করা যাচ্ছে দু’একদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন ঘটবে।’
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ৩৬.৮, বরিশালে ৩৬, ময়মনসিংহে ৩৭.৮, রংপুরে ৩৭.২, খুলনায় ৩৬.৩ ।’
এর আগে, গত ১৫ জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।’