Home » মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা -পাচ্ছে কিউবার নাগরিকেরা

মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা -পাচ্ছে কিউবার নাগরিকেরা

বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে রক্ষণশীলতা থেকে বেরুচ্ছে কিউবা। কিউবার কমিউনিস্ট সরকার অবশেষে মোবাইল ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিলো। কিউবার স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, বর্তমানে এ সুবিধা কিউবার সরকারি সংবাদসংস্থার কর্মীদের দেওয়া হবে। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও এই সুবিধার আওতায় আসবে।”

কিউবার টেলিকম সংস্থা ‘ইটিইসিএসএ’ জানায় শিগগিরই কিউবার ৫০ লাখ মোবাইল ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। এছাড়া ২০২০ সালের মধ্যে কিউবার অর্ধেক নাগরিক এ সুবিধার আওতায় আসবে।”

এ খবরে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যমটি।”

কিউবার এক সরকারি সংবাদ সংস্থার সাংবাদিক বলেন, এই সুবিধায় আমাদের কাজের ধরণ ব্যাপক পাল্টে যাবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারবো।”

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল অত্যাধুনিক প্রযুক্তির ওপর বেশি জোর দিচ্ছেন। রক্ষণশীল মনোভাব থেকে বেরিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আর্থিক এবং বাণিজ্যিক অগ্রগতির জন্য অবাধ ইন্টারনেটে গুরুত্ব দিতে চাইছেন তিনি।”

উল্লেখ্য, প্রায় পাঁচ দশক ধরে কিউবার কমিউনিস্ট সরকার তথ্য সংরক্ষণে বরাবর কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলো। ইন্টারনেট ব্যবহারে এক ধরনের নিষেধাজ্ঞা ছিলো সেখানে। কিউবায় শুধু পর্যটক হোটেলগুলো ও নির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেটের সুবিধা ছিলো।”

বর্তমান সরকারের নতুন এ পদক্ষেপে দেশটির আমূল পরিবর্তন ঘটবে বলে জানাচ্ছে দেশটির বিশেষজ্ঞরা।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *