সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানিয়ে বিএমএ-র কেন্দ্রীয় নেতারা সিলেটে দু’দিন ধরে গণসংযোগ করছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ-র কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল-এর নেতৃত্বে সিলেটে এ গণসংযোগ চলছে। দুদিনের গণসংযোগের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অনুষ্ঠিত সভায় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তা-ই বাস্তবায়ন করেন। তাই শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে,নৌকাকে বিজয়ী করার প্রচেষ্টা চালাতে হবে।”
সভায় বক্তব্য রাখেন বিএমএ-র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল. বাংলাদেশ প্রাইভেট প্র্যাকটিশনার্স এসোসিয়েশন-এর কেন্দ্রীয় মহাসচিব ডা. জামাল আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমূখ।”
৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ২৭ টি ওয়ার্ডে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন রয়েছেন। প্রতীক পেয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন।