Home » এই বর্ষা পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে

এই বর্ষা পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে

ডেস্ক নিউজ:

আষাঢ় মাসে বর্ষা যেমন পরিপূর্ণ রূপ নিয়ে হাজির হয়েছে, ঠিক তেমনি বিশ্বরঙ বর্ষায় সব বাস্তবতাকে মাথায় রেখে ক্রেতাদের জন্য বর্ষার কালেকশন সাজিয়েছে। কেননা এসময় একধারে যেমন প্রচণ্ড গরম লাগে আবার ঝুমঝুম বৃষ্টির পর ঠান্ডা লাগতে শুরু করে তাছাড়া চলাফেরায় কাঁদা, জল ইত্যাদি নানা ঝামেলা তো রয়েছেই। তাই ক্রেতাদেরই সুবিধামত বর্ষায় দৈনন্দিন জীবনযাত্রা মানিয়ে নিতে আরামদায়ক সুতি কাপড় ব্যবহার করা হয়েছে এবং পোষাকগুলোর কাটিং কিছুটা ভিন্নতা আনা হয়েছে, তাছাড়া বেশির ভাগ পোশাকে বর্ষার নীল রং এর ব্যাবহারের পাশাপাশি সবুজ, হালকা কমলা, এ্যাশ, কালো, লেমন ও হালকা রংগুলোও ব্যবহার করা হয়েছে।  বর্ষা কালেকশনে আছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ছেলেদের শাট, টি-শার্ট ছাতা ছাড়াও বিভিন্ন শিল্পীর বর্ষার সিডি ও মগ পাওয়া যাবে বিশ্বরঙের সবকয়টি বিক্রয়কেন্দ্রে। অনলাইনেও কেনাকাটার সুবিধা রয়েছে। ঘরে বসেই ফেসবুক পেইজ বা ওয়েবে অর্ডার করুন।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *