ডেস্ক নিউজ: জমকালো আয়োজনে বিশ্ব চ্যাম্পিয়নদের বদিদিয়ের দেশমরা বিশ্বকাপ জিতে মস্কোতে করলেন উৎসব, আর প্যারিসে নেচে গেয়ে সেই উদযাপনে অংশ নিলো লাখ লাখ ফরাসিরা। ২৪ ঘণ্টার অপেক্ষার পালা শেষে সেই বিশ্ব জয়ীদের বরণ করে নিলো তারা। রাত ৯টায় এয়ারফ্রান্স’র ফ্লাইটে প্যারিসে পা রেখেছেন উগো লরি-আন্তোয়ান গ্রিয়েজমানরা। প্যারিসের চার্লস দি গলে বিমানবন্দরে তাদের অপেক্ষায় ফরাসিরা। দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ ভাগাভাগি করতে বিমানবন্দর থেকে বেরিয়ে ছাদ খোলা বাসে করে চ্যাম্পস এলিসিসে যাবেন শিরোপা জয়ী ফ্রান্সের খেলোয়াড়রা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ৩ লাখের বেশি মানুষ। লাল, সাদা ও নীল পোশাক পরা এক নারীর তর সইছে না তাদের স্বাগত জানাতে, ‘আমরা গত রাতে অনেক মজা করেছি। পুরো শহর আনন্দে ভেসেছিল, দারুণ উদযাপন করেছে সবাই। আমরা এখন খেলোয়াড়দের কাছ থেকে দেখতে চাই।’ ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। গ্রুপে দুটি জয় ও একটি ড্রয়ে সেরা হয়ে নকআউট খেলেছিল তারা। সেখানে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বার ফাইনালে ওঠে ফরাসিরা। ২০০৬ সালের পর প্রথম ফাইনালে তারা হারায় এবারের চমক ক্রোয়েশিয়াকে।