Home » নৌকা প্রতীকের প্রচারণায় সিলেটে ১০ মেয়র

নৌকা প্রতীকের প্রচারণায় সিলেটে ১০ মেয়র

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরনের পক্ষে প্রচারণা চালিয়েছেন ১০ পৌর-মেয়র।
রবিবার নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
প্রচারণায় ছিলেন- বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের সভাপতি কুটালিপাড়ার মেয়র আব্দুল বাতেন, সুনামগঞ্জ পৌর-মেয়র নাদের বখত, মৌলভীবাজার পৌর-মেয়র ফজলুর রহমান, বড়লেখার পৌর-মেয়র আব্দুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জের পৌর-মেয়র জুয়েল আহমদ, কানাইঘাটের পৌর-মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, বিয়ানীবাজার পৌর-মেয়র আব্দু শুকুর, জকিগঞ্জের পৌর-মেয়র মুক্তিযোব্ধা খলিলুর রহমান, ছাতক পৌর-মেয়র আবুল কালাম, কুলাউড়া পৌর-মেয়র শফি-আলম ইউনুস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিন প্রমুখ।
প্রচারণাকালে তারা বলেন, ‘সিলেটে নৌকা প্রতীকের জোয়ার ওঠেছে। প্রতিটি মানুষের মুখে শুধু নৌকার শ্লোগান, মানুষ এখন পরিবর্তনের ডাক দিয়েছে। নৌকা প্রতীককে বিজয় করা হলে সিলেটবাসী সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া পাবে। জননেত্রী শেখ হাসিনা বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।’

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *