Home » লাদেনের দেহরক্ষীকে তিউনিশিয়ার কাছে হস্তান্তর করল -জার্মানি

লাদেনের দেহরক্ষীকে তিউনিশিয়ার কাছে হস্তান্তর করল -জার্মানি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিউনিশীয় বংশোদ্ভূত দেহরক্ষী সামি আল আদাউদিকে(৪২) তিউনিশিয়ার কাছে হস্তান্তর করেছে জার্মান সরকার’
তিউনিশিয়ার বিচার বিভাগের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।’
তিউনিশিয়ার বিচার বিভাগে দায়ের করা মামলায় আদাউদির বিরুদ্ধে গোপনে আফগানিস্তানে আল-কায়েদার কাছে থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ এবং জার্মানিতে উগ্র তৎপরতা পরিচালনা করার অভিযোগ রয়েছে। তিউনিশিয়ায় চালানো একাধিক সন্ত্রাসী হামলায় আদাউদির সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গেছে।’
সামি আদাউদি ১৯৯৭ সাল থেকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে তিনি জার্মানিতে ছিলেন না। এ সময়ে তিনি আফগানিস্তানে গিয়ে আল-কায়েদার কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে বিন লাদেনের দেহরক্ষীর দায়িত্ব পালন করেন বলে তিউনি’শিয়া অভিযোগ করেছে।’
তবে জার্মানির বিচার বিভাগে আদাউদির বিরুদ্ধে তিউনিশিয়ার আনিত অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি বলে তাকে এতদিন গ্রেফতার করেনি। কিন্তু সম্প্রতি তিউনিশিয়া সরকারের পীড়াপীড়িতে তাকে আটক করে তিউনিশিয়ার কাছে হস্তান্তর করল বার্লিন।’ইত্তেফাক

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *